বাংলাদেশের নির্বাচন কমিশন পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানিয়ে বলেছে, নির্বাচন কমিশন প্রথমবার ভোটার পরিচয়পত্র চালু করার সময় ২৫টি পেশাকে স্বীকৃতি দিয়েছিল। এবার তারা পুরোহিত ও পতিতাসহ আরো ১৫টি নতুন পেশাকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, কেউ যদি তার পরিচয়পত্রে পেশা হিসেবে ‘যৌন কর্মী’ উল্লেখ করতে চায়, তবে নির্বাচন কমিশন তা মেনে নেবে। এতে আপত্তির কিছু নেই বলে তিনি উল্লেখ করেন। সাখাওয়াত হোসেন বলেন, এটি পৃথিবীর অন্যতম আদিম পেশা। নির্বাচন কমিশন সকল পেশার নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান জানায়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশে পতিতাবৃত্তি বৈধ এবং দেশটিতে প্রায় দুই লাখ মানুষ যৌন পেশায় নিয়োজিত রয়েছে।
Source: ১৭ আগস্ট (রেডিও তেহরান) :
Dipa Dola
I am studying in journalism. I want to be a good journalist in future. I like it and I am passionate about this.