আজ একটি অনলাইন নিউজ দেখলাম, আমেরিকার এক কোম্পানি ধর্ষণ ঠেকাতে বিশেষ এক ধরনের অন্তর্বাস তৈরি করেছে। এর ফলে নারীরা নাকি অনেক বেশি নিরাপদ বোধ করবেন। কারণ এক ধরনের বিশেষ কাপড় দিয়ে এই পোশাক তৈরি করা হয়েছে। যে কাপড় দিয়ে এটি তৈরি করা হয়েছে তা সহজে ছেঁড়া বা খোলা যায় না।
এই অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা এআই উইআর’র দাবি করেছে, নারীরা তাদের ওপর যৌন আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে বর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন।
আমার প্রশ্ন হচ্ছে- এটি কি সত্যিই আমাদের সমাজ থেকে, এই বিশ্ব থেকে ধষর্ণ রোধ করতে পারবে? নারীরা কি আসলেই নিরাপদ বোধ করতে পারবে???
অনেকেই হয়তো বলবেন, ধর্ষণের পেছনে নারীরাই দায়ী। তাদের কাছে আমি জানতে চাইবো, যে নরপশুরা ছোট ছোট মেয়ে শিশুদের ধষর্ণ করে, যারা আসলে বোঝেই না ধষর্ণ কাকে বলে; ওই শিশুদের ধষর্ণের পেছনেও কি শিশুরাই দায়ী?