সম্প্রতি সানি লিউনের যে ছবিটি টুইটারে ঝড় তুলেছে !!!

0 minutes, 4 seconds Read

সানি লিওন2বলিউডের ‘বেবিডল’ সানি লিওন। প্রথমে পর্নোতারকা তারপর বলিউড অভিনেত্রী।কেমন ছিলেন ছোটবেলার সানি লিওন?
টুইটার পেজে নিজের ছোটবেলার এই ছবিটি পোস্ট করেছেন সানি লিওন

কিন্তু পর্নো ছবির জগতে প্রবেশ করার আগে কেমন ছিলেন সানি লিওন? নিশ্চয়ই জানতে ইচ্ছে করে অনেকের।

শনিবার তার ভেরিফাইড অফিসিয়াল টুইটার পেজে নিজের কৈশোরের একটি ছবি পোস্ট করেন ৩৩ বছর বয়সী ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী। আর লিখেছেন, ‘যারা বিশ্বাস করতে চান না যে আমার বেড়ে ওঠা ভালো পরিবেশেই ছিল, এই ছবিটি তাদের জন্য।’

‘জিসম-২’ তারকা সানি আরও জানান, তার বাবা-মা নাকি অনেক যত্ন করে এই ছবি তুলেছিলেন! ছবিটি শেয়ার করার সময় বেশ নস্টালজিক হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

সানি লিওনের শৈশব কেটেছে কানাডার একটি শহরে। বাবা ছিলেন তিব্বতী আর মা হিমাচল প্রদেশের। একটি জার্মান বেকারিতে কাজের মাধ্যমে শুরু হয়েছিল তার কর্মজীবন। ট্যাক্স ফার্মেও কাজ করেছেন কিছুদিন। তারপর ধীরে ধীরে জড়িয়ে পড়েন পর্নো ছবির জগতে।

সানি লিওন3পাঞ্জাবি বংশোদ্ভূত সানি লিওনির ভারতীয় বিনোদন মাধ্যমে যাত্রা শুরু ২০১১ সালে ‘বিগ বস ৫’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। পরের বছর মহেশ ভাটের চিত্রনাট্য ও পূজা ভাটের পরিচালনায় ‘জিসম-২’ ছবির মাধ্যমে বলিউডের উঠোনে পা রাখেন তিনি। প্রথম ছবিতে সাফল্য পাওয়ায় তাকে নিয়ে কাজের আগ্রহ বেড়ে যায় বলিউডের নির্মাতাদের মধ্যে। এরইমধ্যে সানি অভিনীত একাধিক ছবি মুক্তিও পেয়েছে বলিউডে।
সূত্র: বলিউড লাইফ

6126 Total Views 1 Views Today
Spread the love

Similar Posts