অতিরিক্ত অশ্লীলতার দায়ে আটকে গেলো কামসূত্র থ্রিডি (ভিডিওসহ)

কামসূত্র থ্রিডিকামসূত্র থ্রিডি চলচ্চিত্রটি নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলেছে। এবার সেই বির্তককে আরো সামনে নিয়ে আসলো ভারতীয় সেন্সর বোর্ড। কারণ মাত্রাতিরিক্ত অশ্লীলতার দায়ে চলচ্চিত্রটিকে ছাড়পত্র দেয়নি তারা।

সম্প্রতি শারলিন চোপড়া অভিনীত কামসূত্র থ্রিডি চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের কাছে জমা দেয়া হয়। কিন্ত চলচ্চিত্র দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা এটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। কারণ প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের নিয়ম অনুযায়ী কামসূত্র থ্রিডি নির্মাণ করা হয়নি বলে জানিয়েছে তারা। তবে কিছু দৃশ্য কর্তন করলে চলচ্চিত্রটিকে ছাড়পত্র দেয়া হবে বলে জানানো হয়।

কামসূত্র থ্রিডি চলচ্চিত্রটিতে শারলিন চোপড়ার বেশ কিছু নগ্ন ও যৌন দৃশ্য রয়েছে। এগুলো কর্তনের পর আবারও সেন্সর বোর্ডের কাছে চলচ্চিত্রটি জমা দেয়া হবে বলে জানায় পরিচালক।

Spread the love

We may earn a commission if you click on the links within this article. Learn more.